রংপুর জিলা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা (১৪ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), জুমাতল-বিদা (২৮ মার্চ), শব-ই-কদর (২৮ মার্চ),ঈদ-উল-ফিতর (৩১ মার্চ) উপলক্ষ্যে আগামী ০২/০৩/২০২৫ খ্রিঃ রবিবার থেকে ০৮/০৪/২০২৫খ্রিঃ মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং ০৯/০৪/২০২৫খ্রি. বুধবার বিদ্যালয় খুলবে। ০৯/০৪/২০২৫ তারিখে প্রভাতি শিফটের ক্লাস সকাল ৭:০০ ঘটিকায় এবং দিবা শিফটের ক্লাস সকাল ৯:০০ ঘটিকায় শুরু হবে। শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
|
|